যদি হারিয়ে যাই, দেখা হবে এখানেই
বিকেলের শেষ রোদটা শহরের পুরোনো অংশের দিকে এসে পড়েছে এক ধরনের ক্লান্তি নিয়ে; যে রোদ গত কয়েক দশক ধরে একই ভাঙা ফুটপাত, একই মরচেধরা খুঁটি, একই যাত্রীছাউনির ওপর বিশ্রাম নিতে নিতে বুঝে গেছে, এখানে আর কোনো ভিড় নামে না, কোনো তাড়াহুড়া শব্দ করে না, কালো ধোঁয়া মেখে ছুটে আসা বাসের চাকা গড়ায় না, কেবল ধুলো উঠ...
পুরোটা পড়ুন