জুলাই ২০২৪/ শ্রাবণ ১৪৩১
আজ এই ক্ষণে, শ্রাবণের ছোঁয়ায়,
নীল-সাদা আকাশের গায়ে ভেসে থাকা,
কৃষ্ণচূড়ার সবুজ সাগরে,
যে-দুএকটি ফুল, এখনও রক্ত হয়ে ঝরে,
মন চায়, সযতনে তুলে রাখি তাদের,
প্রিয় উপন্যাসের পাতায়।
অথবা, ধনীদের বাড়ির সামনে,
সযতনে বেড়ে উঠা জবার সবুজে,
ফুটে থাকা এক রক্তজবাকে,
মন চায়, চুপিসারে এনে, তুলে রাখি সযতনে,
প্রিয় উপন্যাসের পাতায়।
তারপর অন্ধকার দিন পেরিয়ে,
মুক্ত সবুজে, মুক্ত আলোয়,
কোনো এক মুক্ত শ্রাবণ দুপুরে,
চোখের জলে ভিজিয়ে,
শুকিয়ে যাওয়া পাপড়িতে রক্ত ঝরিয়ে,
দেখে নেব, কতটা রক্ত ঝরেছিল,
শ্রাবণের শহীদদের শরীর বেয়ে।
(১৬ জুলাই ২০২৪)