গ্যাস
অনেক দিন পর গ্রামের বাড়ি যাচ্ছেন আকরাম সাহেব। পুরো পরিবার এক গাড়িতে। কাজের মেয়েটাও আছে। ড্রাইভারসহ মাইক্রোবাসে মোট সাত জন। একটু গাদাগাদি করে বসলেও এসি থাকায় খুব একটা সমস্যা হচ্ছে না। গান চলছে। পাশাপাশি গল্পও চলছে।
ফিলিং স্টেশনের পাশে আচমকা ব্রেক। ক্ষেপে গেলেন আকরাম সাহেব।
‘কি হলো তোমার? পাগল হলে নাকি?’
‘স্যার, গ্যাসের প্রবলেম!’
‘ঠিক আছে, সমস্যা থাকলে গাড়ি চেক কর। গ্যাস লাগলে গ্যাস নাও। কিন্তু এত হার্ড ব্রেক করার প্রয়োজন ছিল না। পরের বার সাবধানে ব্রেক করবে।’
‘ভুল হয়ে গেছে স্যার। মাফ করে দিয়েন।’ ড্রাইভার রানার আকুতি। ‘আপনারা একটু গাড়িতে বসেন, আমি দেখি।’
রানা গাড়ির সামনে গেল। ইঞ্জিন কভার খুলে কিছুক্ষণ দেখল। তারপর ফিরে এল।
‘সব ঠিক আছে?’ আকরাম সাহেব জিজ্ঞাসা করলেন।
‘মনে হয় ঠিক আছে। তারপরও বলা যায় না স্যার। হাজার হলেও একটা ইঞ্জিন তো। কত ধরণের প্রবলেম থাকে।’
মিনিট দশেক ভালই চলল। তারপর আবার ব্রেক। কেউ কিছু বলার আগেই রানা বলে উঠল, ‘গ্যাসের প্রবলেম আবার।’
গাড়ি থেকে নেমে গিয়ে যথারীতি ইঞ্জিন কভার খুলে এক মিনিটের মত কী যেন দেখল। তারপর ফিরে এল গাড়িতে। দশ-পনের মিনিট পরে আবার। তারপর আবার। তারপর আবার।
ষষ্ঠ বার যখন রানা গাড়ি থেকে নামতে গেল, আকরাম সাহেব চিৎকার করে উঠলেন, ‘খবরদার! গাড়ি থেকে আর নামতে পারবি না। গাড়ি অ্যাকসিডেন্ট করে করুক। যা হয় হোক। তুই গাড়ি চালাতে থাক’। রাগের মাথায় আকরাম সাহেব ‘তুমি’ থেকে ‘তুই’ এ নেমে গিয়েছেন।
রানা ভয়ে নামল না গাড়ি থেকে। নিজের সিটে বসে শরীরটা এদিক ওদিক করছিল। গ্যাসের প্রবলেম তাকে ভাবিয়ে তুলেছে বুঝা যাচ্ছিল।
‘কী পচা গন্ধরে বাবা!’ চেঁচিয়ে উঠলেন আকরাম সাহেবের স্ত্রী। ‘গাড়ির জানালা খুলে দাও। তাড়াতাড়ি দাও।’
‘বমি হবে নাকি?’ জানালা খুলতে খুলতে জিজ্ঞেস করলেন আকরাম সাহেব। উত্তর না পেয়ে চুপ করে রইলেন। কিছুক্ষণ চলার পর সবাই গরমে অস্থির হয়ে উঠল। গাড়ির জানালা বন্ধ হল আবার। এসির ঠাণ্ডা হাওয়ায় সবাই যখন স্বাভাবিক হওয়ার পথে তখন আবার সেই গন্ধ। আবার জানালা খোলা হল। আকরাম সাহেব জিজ্ঞেস করলেন, ‘কার পেটে সমস্যা হয়েছে?’
রানা নির্দ্বিধায় বলে উঠল, ‘আমার স্যার। গ্যাসের প্রবলেম।’
আকরাম সাহেব এবার বুঝলেন গাড়িতে গ্যাসের কোন সমস্যা নাই। সমস্যা হল ড্রাইভারের। এসি ছাড়াই জানালা খুলে বাকি পথ চলল গাড়ি। প্রায় এক ঘণ্টা। ঘেমে একাকার সবাই।
আকরাম সাহেব গাড়ি থেকে নামতেই রানা বলল, ‘স্যার কি আজই ফিরবেন?’
‘না। তোমার গ্যাসের প্রবলেম নিয়ে তুমি একাই ফিরে যাও। আমি কাল অন্য গাড়িতে ফিরব’।
প্রোগ্রামের বাইরে এক রাত থাকার কথা শুনেই ছেলেমেয়েরা আনন্দে চিৎকার করে উঠল।