সিংহ ও ইঁদুর
খেলতে গিয়ে ছোট্ট ইঁদুর পড়ে সিংহের গায়,
ভয়ে বুক দুরু দুরু প্রাণটা বুঝি যায়!
“ভুল হয়েছে মহারাজ, ক্ষমা ভিক্ষা চাই;
দিব আমি প্রতিদান সুযোগ যদি পাই।”
সিংহ বলে, “পুচকে ইঁদুর! কী আর দিবি প্রতিদান?
দৌড়ে পালা এখান থেকে বাঁচাতে তোর প্রাণ।”
বছর খানেক পরের কথাঃ সূর্য ডোবার কালে,
সিংহমামা পড়ল ধরা শিকারিদের জালে।
সারাটা বন ভেসে বেড়ায় বনের রাজার চিৎকার,
জীব-জন্তু ভয়ে পালায় রক্ষা নাই যে আর।
বিপদের এই দিনে সিংহ রাজের পাশে,
ছোট্ট সেই ইঁদুর ছানা দৌড়ে ছুটে আসে।
“মহারাজের চিৎকারে আসবে ছুটে শিকারি;
চুপটি করে বসুন এবার, দেখুন কী করি।”
আছে তার ধারালো দাঁত লাগেনা কিছুই আর;
ক’মিনিটেই শক্ত জাল হল যে ছারখার।
মুক্ত হয়ে বনের রাজা ভাবে মনে মনে,
“বন্ধু হবে সবার সে আছে যারা বনে।
ছোট্ট বলে কারো প্রতি নয়ত অবহেলা ,
বড়-ছোট সবার মাঝেই নানান গুণের মেলা।”
(প্রথম প্রকাশ- প্রথম আলো, ০৫ অক্টোবর ২০১২)