অরিনের জিন
এক । চেরাগ এল হাতে
আলাদিনের চেরাগের কথা অরিন এত দিন শুধু বইয়ে পড়েছে আর মুভিতে দেখেছে। কিন্তু আজ থেকে সে নিজেই একটা চেরাগের মালিক। তবে এটার মালিক হওয়ার জন্য তাকে কোনো গুহায় ঢুকতে হয়নি। অথবা কোথাও যেতে হয়নি। উত্তরাধিকারসূত্রে পেয়েছে এই চেরাগ।
গ্রামের পুরাতন মাটির বাড়ি ভেঙে নতুন পাকা বাড়ি হবে। তাই দাদাভাইয়ের কাঠের আলমারিটা ঢাকায় আনা হয়েছে। গ্রামে যতবার গিয়েছে ততবারই সে আলমারিটা বন্ধ দেখেছে। সবসময় বিশাল এক তালা ঝুলে থাকত। আজ তা নেই। আলমারিটার ভিতরে কী আছে তা দেখার লোভ অরিন সামাল দিতে পারে না। কপাট খুলে ফেলে। ভেতরে পুরাতন বই দিয়ে ভর্তি। সে কিছুটা হতাশ হয়। তারপর তার চোখ যায় নিচের ড্রয়ারে। ড্রয়ার খুলতেই চোখে পড়ে আলাদিনের চেরাগের মতো ছোট একটা চেরাগ। পিতলের তৈরি। খুব বেশি হলে চার ইঞ্চি লম্বা হবে। ঘষা যাতে না লাগে এমনভাবে সাবধানে সে হাতে নেয়।
(প্রথম প্রকাশ- বইমেলা ২০২৩, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড)