অন্তহীন এক অপেক্ষা আমার
আমি অনন্তকাল ধরে অপেক্ষায় আছি
কিছু পাওয়ার আশায়।
যে কোন কিছু।
যেন চিৎকার করে জানাতে পারি
আমিও একজন ক্ষমতাবান মানুষ
আমিও অর্জন করতে পারি
আমিও বলতে পারি…এটা আমার।
রাত্রির নিস্তব্ধতায় দূর আকাশের নক্ষত্রগুলোকে
চোখের কোণে সাজিয়ে দেখেছি;
আলোর ঝলকানি আমাকে বিহ্বল করেছে মাত্র।
অসীম শূন্যতা ছাড়া কিছুই মেলেনি।
সমুদ্রের বিশালতায় দূর সুদূরের ঢেউগুলোকে
হাতের মাঝে পড়ে দেখেছি;
চোখের জলীয় বিন্যাসে লোনা জল বেড়েছে শুধু।
ঝাপসা দৃষ্টি ছাড়া কিছুই মেলেনি।
পাহাড়ের নির্জনতায় দূর সবুজের রেখাগুলোকে
মনের পর্দায় এঁকে দেখেছি;
কষ্ট বেড়েছে শুধু।
মনের মত করে মেলাতে পারিনি।
অতীতের অসীমতায় সক্রেটিস এর হাত ধরে
সাধারণের মাঝে মিশে গিয়েছি;
জিজ্ঞাসা করেছি, সত্য কী?
সত্যকে মেলাতে পারিনি।
আমি অনন্তকাল ধরে অপেক্ষায় আছি
তোমাকে পাওয়ার আশায়।
হৃদয়ের গহীনতায় তোমাকে নিয়ে
একান্তে ডুব দিয়ে দেখেছি;
তোমাকে পেয়েছি ঠিকই।
আমাকে কোথাও খুঁজে পাইনি।
(০৯ জুলাই ২০১২)