স্কিল
আজ সকালে উবার আমাকে যে গাড়িটা পাঠিয়েছিল তাতে বসেই আমি অবাক হয়ে গেলাম। গাড়ির ভেতরে অপরিচিত, কিন্তু সুন্দর একটা গন্ধ। ড্রাইভার তার বাম হাতের কনুই একটা কারুকাজ করা কুশনে রেখে ড্রাইভ করছেন। তার হাতের ঘড়িটা দেখে একটু হিংসেই হচ্ছিল। ক্লিন শেইভ করা চোয়ালের নিচে ঝুলে পড়া চামড়া দেখে ধারণা করে নিলাম বয়স ৬০ এর বেশি। উইন্ডশিল্ডের নিচে একটা সানগ্লাস রাখা হয়েছে। এই বয়সে এতো স্মার্ট।
এক ঘণ্টার যাত্রাপথে অনেক কথাই হলো ভদ্রলোকের সাথে। চাকুরি থেকে অবসর নিয়েছেন ছয় বছর আগে। মিরপুরে স্মার্ট ফোনের দুইটা দোকান আছে। থাকেন নিজস্ব এপার্টমেন্টে। নিজস্ব এপার্টমেন্টে থাকে – এই কথা শোনার পর মেজাজ বিগড়ে গেল আমার। বলতে চাইলাম, তাহলে এই সাত সকালে না ঘুমিয়ে উবার কেন চালান?
মেজাজ শীতল করে ভদ্রভাবে বললাম, “অন্যভাবে নেবেন না, আর্থিক সমস্যা না থাকলে আপনি এই বয়সে উবার চালান কেন?”
উনি বললেন, “I can drive well and I don’t want to lose my skill.”
ট্রিপ শেষ হওয়ার পর উনি আমাকে জিজ্ঞেস করলেন, “How was my driving?”
আমি বললাম, “It was excellent except some indecisions!”
উনি হেসে বললেন, “That goes well with my age.”
আমি লিফটে উঠেই আমার কী কী স্কিল আছে তার একটা হিসেব শুরু করলাম। যদি বর্তমান চাকুরীটা না থাকে, তাহলে কীভাবে টিকে থাকব?
আমি লজ্জা পেয়ে আমার স্কিলের সংখ্যা হিসেব করা বন্ধ করলাম।
১৬ নভেম্বর ২০২২